ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ২৬ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ২৬ ডিসেম্বর

ঢাকা: এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। 

অবস্থান কর্মসূচি সফল করার জন্য সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সারাদেশ থেকে সংগঠনের অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারী নেতারা অংশ নেন।

 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবীর (ডলার) সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ কেন্দ্র্রীয় নেতারা।

সভায় নেতারা কর্মসূচি সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।