ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ঝালকাঠিতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ঝালকাঠি: ঝালকাঠিতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, ভিশন ২০২১, এসডিজি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ ব্রান্ডিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা তথ্য অফিসে এ ব্রিফিং করা হয় ।  

প্রেস ব্রিফিং জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, এসএমএ রহমান কাজল, শ্যামল সরকার প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের সার্বিক সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে বেশি করে সংবাদ প্রচারের মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।