ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

যশোর: যশোরের শিল্পনগরী অভয়নগরের নওয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় খালেক জমাদ্দার (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নওয়াপাড়া পৌরসভার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খালেক জমাদ্দার যশোর সদর উপজেলার বসুন্দিয়ার বারবাগ এলাকার বাসিন্দা।

 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণি মিয়া বাংলানিউজকে জানান, বিকেলে খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৬৮৯) নওয়াপাড়া পৌরসভার তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী একটি ট্রেকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রেকারটি উল্টে গিয়ে পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।  

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে খালেক জমাদ্দার নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।