ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান বক্তব্য রাখছেন আ ক ম মোজাম্মেল হক। ছবি: কাশেম হারুন

ঢাকা: স্বাধীনতা রক্ষায় ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, ৭ মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ আর অলিখিত সর্বশ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধু জানতেন, মানুষের অর্থনৈতিক মুক্তি না হলে রাজনৈতিক মুক্তিতে মানুষের পেট ভরবে না।

এ কারণেই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন, অহংকার।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলানায়তনে স্বাধীনতা সংসদ নামে একটি সংগঠন আয়োজিত ‘মুক্তিযুদ্ধ আমার অহংকার- স্বাধীনতা আমার শ্রেষ্ঠ অর্জন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনে তেল-পানি থাকে না। নাট-বল্টু খুলে পড়ে। ষড়যন্ত্রবাদীরা প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়। নির্বাচনকে বানচাল করে কাউকে ক্ষমতায় আনতে চায়। তারা চায় অনির্বাচিতরা ক্ষমতায় আসুক। কিন্তু তা হতে দেওয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা কেএসএনএম জহুরুল ইসলাম খান, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন- জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফরজ আলি, প্রাইম ব্যাংকের সাবেক প্রধান ব্যবস্থাপনা পরিচালক আহমেদ খান চৌধুরী, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, চিত্রনায়িকা নূতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।