ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বড়দিন উদযাপিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭

কু‌ড়িগ্রাম: বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও শিশুদের উপহার দেয়াসহ নানা আয়াজনে কু‌ড়িগ্রামে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।

‌সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম রিভার ভিউ মোড়ের প্রেসবিটারিয়ান চার্চে আয়ো‌জিত অনুষ্ঠানে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
 
এ সময় বড়দিনের আলাচনায় বক্তব্য রাখেন- পাস্টর রেভারেন্ট ফোরকান আল মসিহ, স্বাস্ব্য বিভাগের সাবেক পরিচালক ডা. মাহফুজার রহমান মজনু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম প্রমুখ।

এছাড়াও বিশ্বের শা‌ন্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, শিশুদের বিভিন্ন উপহার দেওয়াসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।