ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪ হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে ক্ষতিগ্রস্ত গাড়িটি। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ফ্লাইওভারের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচে পড়ে গেছে। এতে ওই গাড়ির চালকসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে।

তিনি হলেন সাদমান।  

পুলিশ জানায়, সাদমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদের ভাতিজা।  

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।  

এতে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা রামপুরা থানা পুলিশের সদস্য আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, কালো রঙের ওই গাড়িটিতে চারজন ছিলেন। তাদের উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭/আপডেট: ০০৩৩ ঘণ্টা
এজেডএস/এসআইজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।