ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমটি হোসেন ইনস্টিটিউট রক্ষায় পাটগ্রামে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমটি হোসেন ইনস্টিটিউট রক্ষায় পাটগ্রামে মানববন্ধন এমটি হোসেন ইনস্টিটিউটের পরিত্যাক্ত ভবন

লালমনিরহাট: লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট রক্ষায় ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট ঐতিহ্য সংরক্ষণ পরিষদ পাটগ্রাম উপজেলা কমিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপমহাদেশের সর্ব বৃহত্তর শিল্প সংস্কৃতি চর্চার কেন্দ্র লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়।

কালের আবর্তে সেই ইতিহাস ও ঐতিহ্য বিলীন হতে বসেছে। তাই অবিলম্বে এমটি হোসেন ইনস্টিটিউট রক্ষায় অবৈধ দখল রোধ, সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা, চুরি যাওয়া মাল উদ্ধারসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। ছবি: বাংলানিউজপাটগ্রাম উপজেলা কমিটির আহ্বায়ক সায়েদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কেশব চন্দ্র রায়, সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, শিক্ষক বেনু বেগম বিজলী, ইকবাল রাবেয়া লারামনি, গণমাধ্যম ও সাংস্কৃতিককর্মী আজিনুর রহমান আজিম।

এসময় ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর  ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।