ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ফেনীতে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

ফেনী: ফেনীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ কুলসুম আক্তার (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ইমাম  মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।

এসময় পরিত্যাক্ত অবস্থায় আরো ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।  

আটক হওয়া নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।