ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়লো ১১টি বসতবাড়ি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়লো ১১টি বসতবাড়ি  আগুনে পুড়ছে বসতবাড়ি-ছবি-বাংলানিউজ

ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গীতে আগুন লেগে ১১টি বসতবাড়ি  ‍পুড়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী হাজীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয়রা বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীপাড়ার আব্বাস আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বেশিরভাগ বাড়ি চাটাইয়ের হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  

উপজেলা নির্বাহী অফিসার আ. মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ১১টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।  

এসময় ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির, বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. সালামসহ বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।