ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আহমেদ, সাধারণ সম্পাদক রাজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
কিশোরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আহমেদ, সাধারণ সম্পাদক রাজন সভাপতি-সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে-ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ প্রেসক্লাবে দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহকে সভাপতি ও একুশে টিভি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহাম্মদ রাজনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আহমেদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

এছাড়া এনটিভির জেলা প্রতিনিধি মারুফ আহমেদ (সাংবাদিক সদস্য) ও প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠানকে (সহযোগী সদস্য) সহ-সভাপতি এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক ও ডা. আ. ন. ম. নৌশাদ খানকে (আজীবন সদস্য) সদস্য করে এ কমিটি গঠন করা হয়।

শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।  

সভায় প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য, সহযোগী সদস্য ও আজীবন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।