ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ওয়ারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ওয়ারীর ২১ নং জয়কালী মন্দির এলাকার একটি বাসা থেকে সাদিয়া (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসম্বর) সকালে মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি বাংলানিউজেক জানিয়েছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওয়ারীর ২১ নং জয়কালী মন্দির এলাকার একটি বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড ) পাঠানো হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরো জানান, ওই গৃহবধূর গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। এটা খুন না আত্মহত্যা। এই বিষয়ে জানতে নিহতের স্বামী আরাফাত সানী ও শ্বশুরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।