ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৩শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
হবিগঞ্জে ৩শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার ৩শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম।

এসময় অনেকের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ ও মোহাম্মদ আলী লিটন বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।

৩শ’ মুক্তিযোদ্ধার মধ্যে যারা মারা গেছেন তাদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।