ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এই অভিযান পরিচালনা করেন।

মো. আল আমিন বাংলানিউজকে জানান, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, মিষ্টির দোকানে ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে পিপাসা মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার, মেসার্স আজমেরী ট্রেডার্সকে তিন হাজার, একতা ট্রেডার্সকে তিন হাজার এবং জনপ্রিয় ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।