ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে পর্নোগ্রাফি বিক্রির দায়ে ৬ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ফেনীতে পর্নোগ্রাফি বিক্রির দায়ে ৬ জনের কারাদণ্ড ফেনীতে মোবাইলের দোকানে ভ্রাম্যমাণ আদলতের অভিযান

ফেনী: ফেনীতে সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী পর্নোগ্রাফি বিক্রি রোধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শহরের রাজাঝির দিঘীর পাড়ে কম্পিউটারে পর্নোগ্রাফি বিক্রির দায়ে সাইদুল হককে ১৫ দিন, আনোয়ার হোসেন ১০ দিন, মো. দাউদ একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তাদের কম্পিউটারে অসংখ্য পর্নো ছবির ভিডিও পাওয়া যায়।

এছাড়াও শহীদ মার্কেটের তৃতীয় তলার হিমেল মোবাইলের ইয়াসিন আরাফাতকে  ৫ দিন, মহিপাল প্লাজার রাফি টেলিকম আনসার উদ্দিনককে ১৫ দিন এবং চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলার জনি মোবাইলের রিয়াজুদ্দিনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।