ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে যশোর বিভাগ আন্দোলন পরিষদের নেতারা। ছবি: বাংলানিউজ

যশোর: বৃহত্তর যশোরকে বিভাগ ঘোষণাসহ এ অঞ্চলের উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর বিভাগ আন্দোলন পরিষদ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, বাংলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জেলা বৃহত্তর যশোরের মানুষ বহুকাল আগে থেকেই দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

উন্নয়নের দিক দিয়ে এ অঞ্চল নানাভাবে বঞ্চিত ও অবহেলিত। যশোরের বেনাপোল বন্দর থেকে সরকার প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকার অধিক রাজস্ব পায়। যশোরের কৃষি খাত থেকে প্রায় ১৫ হাজার কোটি টাকার ফসল উৎপাদিত হয় প্রতি বছর। মাছ চাষে যশোরের অবদান রয়েছে। যশোর থেকে অর্জিত এ অর্থ দিয়ে স্থানীয় উন্নয়ন কম হয়।

সংগঠনের পক্ষ থেকে যশোরকে পৃথক বিভাগ ঘোষণার দাবি জানানো হয়।

রোববার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে যাচ্ছেন।

যশোরবাসী আশা করেন তাদের প্রাণের এ দাবিগুলো সেখানেই ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী বলেও আশা করেন পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট এনামুর হক, সদস্য সচিব হাবিবুর রহমান খান হাবিব, রবিউল আলম, ইকবাল কবির জাহিদ, হারুন অর রশিদ, আব্দুস শহীদ লাল, তারাপদ দাস, আমিরূল আলম রেন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।