ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় লালমিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন সাহা (২০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নলছিটি উপজেলাধীন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুরা এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর বাংলানিউজকে বলেন, স্থানীয়রা সড়ক দুর্ঘটনা আহত ২ জনকে জরুরি বিভাগে নিয়ে আসেন।

এর মধ্যে ৩০ বছরের এক যুবককে ঘোষণা করা হয়েছে।  

অপরদিকে আহত নয়ন সাহাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি বরিশালের চকবাজার এলাকার বাসিন্দা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহামুদ জানান, সন্ধ্যায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ২ আরোহী গুরুতর আহত হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত একজনকে বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।