ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে মদসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
নাটোরে মদসহ যুবক আটক জব্দকৃত মদসহ আটক ব্যক্তি

নাটোর: নাটোরে পাঁচ বোতল বিদেশি মদসহ কামাল হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ১০টায় সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের দত্তপাড়া এলাকায় রিজিয়া কোল্ড স্টোরেজের সামনে বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন সদর উপজেলার বড়হরিশপুর এলাকার জমির উদ্দিন মেকারের ছেলে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, কামাল হোসেন রাতে রাজশাহী থেকে যশোরগামী হ্যাপী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে করে বনপাড়া যাচ্ছিলেন।

দত্তপাড়া রিজিয়া কোল্ড স্টোরেজের সামনে নিয়মিত যানবাহন চেকিংয়ের অংশ হিসেবে রাত ১০টার দিকে ওই বাস তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী কামাল হোসেনের কাছে থাকা একটি চটের ব্যাগ থেকে পাঁচ বোতল বিদেশি মদ পাওয়া গেলে তাকে আটক করা হয়।  

ধারণা করা হচ্ছে, কামাল হোসেন ওই মদগুলো বহন করে বনপাড়া এলাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।