ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বদরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর: রংপুরের বদরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গেফতারকৃতরা হলেন- উপজেলার মধুপুর ইউনিয়নের স্কুলপাড়ার বছির উদ্দিনের ছেলে কেরামত আলী (৪৫), স্কিমপাড়ার নুর বকসের ছেলে মমিনুল ইসলাম (৩৫) ও ধনতলার সিদ্দিক নাউয়ার ছেলে আব্দুল মাবুদ (৩২)।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।

সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।