ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দোয়ারাবাজারে কিশোরকে যৌন নির্যাতনের অভিযাগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
দোয়ারাবাজারে কিশোরকে যৌন নির্যাতনের অভিযাগে গ্রেফতার ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈগাঁও এলাকায় ১৪ বছরের এক কিশোরকে যৌন নির্যাতন (বলৎকার) করার অভিযোগে লেচু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে লেচু মিয়াকে গ্রেফতার করা হয়।  

লেচু মিয়া জেলার ছাতক উপজেলার আন্দারি গাঁও এলাকার ওয়াসির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাতে নৈগাঁও এলাকায় ওরসে আসেন লেচু মিয়া। ছাতকের বাইশ টিলা থেকে আসা এক কিশোর তার পাশে বসে ওরসের বক্তব্য শুনছিল। ভোরের দিকে হঠাৎ লেচু মিয়া শিশুটিকে খাওয়ার কথা বলে পাশের জঙ্গলে নিয়ে বলৎকার করেন। এ ঘটনায় সকালে শিশুটির পরিবারের লোকজন লেচু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সকালেই তাকে গ্রেফতার করা হয়।

দোয়ারাজাবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বাংলানিউজকে এসব তথ্যের সতত্যা নিশ্চিত করছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।