ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে শ্রমিক সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
নালিতাবাড়ীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে শ্রমিক সর্দার নিহত

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. জুলহাস উদ্দিন (৫০) নামে এক শ্রমিক সর্দার নিহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামে এ ঘটনা ঘটে। জুলহাস উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে।

নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, সকালে তোয়ালকুচি এলাকায় রাস্তার নির্মাণ কাজের সময় ওই এলাকার বিএনপির নেতা আনছার আলী নির্মাণ কাজে বাধা দেন। এনিয়ে শ্রমিক সর্দার জুলহাস উদ্দিন ও আনছার আলীর লোকজনের সঙ্গে কথা কাটাকাটির হয়। এক পর্যায় আনছার আলী জুলহাসকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।