ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
কামারখন্দে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় মোখলেসুর রহমান (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে উপজেলার ঝাঐল ওভারব্রিজ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেসুর রহমান কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের বাসিন্দা ও বানিয়াগাঁতী এসএন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি টেকনিক্যাল কলেজের প্রভাষক কিরণ আহমেদ জানান, মোটরসাইকেলে করে ঝাঐল ওভার ব্রিজের কাছে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন মোখলেসুর রহমান। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ কয়েকশ’ ফুট দূরে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইকবাল বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।