ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পূর্ণমন্ত্রী হচ্ছেন নারায়ণ চন্দ, ডাক পেয়েছেন কেরামত আলী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
পূর্ণমন্ত্রী হচ্ছেন নারায়ণ চন্দ, ডাক পেয়েছেন কেরামত আলী

ঢাকা: নতুন বছরে শুরুতেই সুখবর পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সংসদ সদস্য কাজী কেরামত আলী। নারায়ণ চন্দ মন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে ডাক পেয়েছেন। সেখানে যেতে বলা হয়েছে কেরামত আলীকেও। ডাক পেয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারও। 

সোমবার (০১ জানুয়ারি) বিকেল চারটার দিকে নারায়ণ চন্দ্র চন্দ নিজেই বিষয়টি জানিয়েছেন।

বাংলানিউজকে তিনি বলেন, ঘণ্টা দুয়েক আগে মন্ত্রিপরিষদ সচিব আমাকে ফোন করেছিলেন।

আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে যেতে বলেছেন।  

গত ১৭ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক মারা যাওয়ার পর থেকে তার পদটি শূন্য হয়। নারায়ণ চন্দ্র এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।  

এদিকে সংসদ সদস্য কেরামত আলীকেও বঙ্গভবনে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রওশন আলী।  

বাংলানিউজকে তিনি বলেন, ‘এমপি সাহেবকে ফোন করা হয়েছিল। তিনি রাজবাড়ী ছিলেন, সকালে ঢাকা ফিরেছেন। আগামীকাল (সোমবার) শপথ নেবেন। ’
 
এ বিষয়ে জানতে চাইলে মোস্তফা জব্বার হেসে দিয়ে বাংলানিউজকে বলেন, এখন কিছু বলতে পারবো না। দোয়া করবেন।  

মেয়াদপূর্তির বছরখানেক আগে সরকারের মন্ত্রিসভায় আরও কিছু রদবদল আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮/আপডেট: ১৬৫৯ ঘণ্টা
এসএম/এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।