ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহুবলে পিকআপ ভ্যান-বাস সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বাহুবলে পিকআপ ভ্যান-বাস সংঘর্ষে নিহত ৪ বাহুবলে পিকআপ ভ্যান-বাস সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পুটিজুরীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান আলীর ছেলে শাহিন আহমেদ (২৬), মসছদ উদ্দিনের ছেলে হেকিম মিয়া (২৪), আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৯) ও হিরন মিয়ার ছেলে ইয়াকুব আলী।

পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইয়াসিন আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে মাছবাহী একটি পিকআপ ভ্যান ও যাত্রিবাহী বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানায়, বাসটি ছিল মিতালী পরিবহনের।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮/আপডেট:২০৪২ ঘণ্টা
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।