ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ভোলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ভোলা: টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেলসহ চার দফা দাবি বাস্তবায়নে সারা দেশের মতো ভোলায়ও স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন।

সোমবার (০১ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলা স্বাস্থ্য সহকারীদের অফিসের সামনে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশে এক যোগে এ কর্মবিরতি চলছে।

এসময় বক্তব্য রাখেন- মো. বশির উদ্দিন, মো. কামরুল আলম, মো. হোসেন, আরাফুতুর রহমান রাহাত, মো. ইউসুফ, আবু বকর সিদ্দিক, মো. নুর হোসেন, আলী আজগর, মো. সুমন প্রমুখ।

ভোলার সাত উপজেলার প্রায় সাড়ে ৩০০ স্বাস্থ্য সহকারী কর্মবিরতিতে অংশ নেন। তাদের চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।