ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চার ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
রাজধানীতে চার ডাকাত আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

এর আগে গত ১৪ ডিসেম্বর কোতোয়ালি থানা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নেয় ডাকাত সদস্যরা।

এ ঘটনার সম্পৃক্ততায় চার ডাকাতকে আটক করা হয়েছে।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বাংলানিউজকে জানান, বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।