ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী শহরে অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের চৌধুরী বাড়ি রোডে আহাদ ফুড প্রোডাক্টসের আচারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন না থাকায় ম্যানেজার আলী মর্তুজাকে এক লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত এবং কোম্পানির কোনো অস্তিত্ব না থাকায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া শহরের এসএসকে রোডে অননুমোদিত ভাবে পণ্য প্যাকেটজাত করায় হোম প্লাসের ম্যানেজার আশিকুর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং চাইনিজ রেস্টুরেন্ট সিজলারে মেয়াদোত্তীর্ণ বেভারেজ, কাচা খাবারের সাথে সেদ্ধ খাবার ও নোংরা ফ্রিজে খাবার রাখার অপরাধে মালিক আবুল বশরকে ৩০ হাজার  টাকা অর্থদণ্ড এবং মহিপাল প্লাজার স্যামসাং গ্যালারির বিক্রয়কৃত মোবাইল ফোনের সঙ্গে বক্স সরবরাহ না করায় মালিক মো. ফারুককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।