ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে দমকা হাওয়ায় উড়ে গেলো ১৪ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বানিয়াচংয়ে দমকা হাওয়ায় উড়ে গেলো ১৪ বসতঘর বানিয়াচংয়ে দমকা হাওয়ায় উড়ে গেলো ১৪ বসতঘর

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে ১৪টি বসতঘর। শীত মৌসুমে এমন দমকা বাতাসে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় দমকা হাওয়ায় ওই এলাকার আধা পাকা ও কাঁচা ১৪টি বসতঘর উড়ে গেছে।

পরে গ্রামের অদূরে কয়েকটি ঘরের টিন ও চালা খুঁজে পেলেও অধিকাংশ ঘরের কোনো হদিস পাওয়া যায়নি। বানিয়াচংয়ে দমকা হাওয়ায় উড়ে গেলো ১৪ বসতঘরবানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ বাংলানিউজকে বলেন, উপজেলার সবচেয়ে প্রত্যন্ত এলাকা মন্দরী ইউনিয়ন। সেখানে সাইক্লোনের মতো কিছু একটা ঘটেছে খবর পেয়েছি। সকালে ওই গ্রামে যাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।