ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা পলিটেকনিকের ১০ শিক্ষার্থী গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ঢাকা পলিটেকনিকের ১০ শিক্ষার্থী গুলিবিদ্ধ ঢামেক হাসপাতালে গুলিবিদ্ধ শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লতিফ ছাত্রাবাসের মানিক, এস এম শাহাজাহান, রাসেল, মেহেদী, রাব্বি, সাইফুল, নাদিম, বাবুল, রনিসহ ১০ জন।

গুলিবিদ্ধদের উদ্ধার করে নিয়ে আসা ফয়সাল আলম বাংলানিউজকে জানান, বেগুন বাড়ি এলাকার মাদক বিক্রেতারা সোহেল, আলামিনসহ আরো কয়েকজন দীর্ঘদিন ধরে ওই কলেজের সামনে মাদক বিক্রি করে আসছিলেন। মাদক বিক্রেতাদের প্রায় সময় ওই ছাত্ররা প্রতিবাদ করতেন। এ প্রতিবাদের জেরে মঙ্গলবার রাতে মাদক বিক্রেতারা ওই ছাত্রদের মারধর করেন। এর প্রতিবাদে তারা কলেজের সামনে জড়ো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এতে ১০ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। ঢামেক হাসপাতালে গুলিবিদ্ধ শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন।  ছবি: বাংলানিউজএদিকে, শিক্ষার্থীরা দাবি করছেন এ ঘটনায় প্রায় ৩০জন গুলিবিদ্ধ হয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বাংলানিউজকে জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষ হচ্ছিলো। আমরা ঘটনাস্থলে এসে সংঘর্ষকারীদের থামানো চেষ্টা করি। এতে তারা পুলিশের উপর চড়া হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি, একজন মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখছি।

 বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।