ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) দিতগত রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ত্রিমোহনী পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির ছেলে শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ত্রিমহনী এলাকায় একটি ওয়ার্কসপের নৈশ পহরী হিসেবে চাকরি করতেন তিনি।

বুধবার রাতে ওয়ার্কশপের সামনেই একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।