ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
মৌলভীবাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার: নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ভানুগাছ বাজার ও তার আশপাশের এলাকায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

সহকারী পরিচালক আল-আমিন বাংলানিউজকে বলেন, সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভানুগাছ বাজার ও তার আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ওজনে কম দেওয়ার দায়ে মনাফ মিয়ার মাংসের দোকানকে দুই হাজার টাকা, ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ফুরকান মিয়ার মুরগির দোকানকে দুই হাজার টাকা, সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার ও বীজ বিক্রির দায়ে সাধু বীজ ঘরকে এক হাজার টাকা এবং চালের ওজনে কম দেওয়ার দায়ে মোস্তাকিম খাদ্য ভান্ডারকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।