ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতছড়িতে চা শ্রমিককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
সাতছড়িতে চা শ্রমিককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে খোকন তাতী (৩০) নামে এক চা শ্রমিক পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, সাতছড়ি চা বাগানের শ্রমিক খোকন তাতীর সঙ্গে তার সহকর্মী কাজল তাতীর পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।

এরই জের ধরে বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাজল বাঁশ দিয়ে খোকনকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, খোকনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত কাজলকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।