ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১৫শ' বোতল ফেনসিডিলসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
আশুলিয়ায় ১৫শ' বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া, সাভার: আশুলিয়া থানা ফটকে অভিযান চালিয়ে ১৫শ’ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শফিকুল ও সোহেল।

তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব ৩-এর উপ অধিনায়ক মেজর মারুফ বাংলানিউজকে জানান, রাজশাহীর গোদাগাড়ি থেকে ফেনসিডিল ভর্তি একটি প্রাইভেটকার রাজধানীর মোহাম্মদপুর উদ্দেশে রওনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আশুলিয়া থানার সামনে অবস্থান নেয় র‌্যাব। থানা ফটক এলাকায় প্রাইভেটকারটি এলে গতিরোধ করে তল্লাশি করা হয়। এসময় প্রাইভেটকারের পেছনে সাতটি ব্যাগে ১৫শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে গাড়িতে থাকা দু’জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।