ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গুলি বিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গুলি বিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গুলি বিনিময় হয়েছে। এসময় ছয়টি জেলে নৌকা ও দস্যুদের ব্যবহৃত দু’টি নৌকাসহ অপহৃত ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় সুন্দরবনের কয়রা ভুলশর ভারানী এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভুলশর ভারানী এলাকায় অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় তারাও পাল্টা গুলি ছোড়ে। এভাবে আধা ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ১১ জেলেকে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি, ছয়টি জেলে নৌকা ও দস্যুদের ব্যবহৃত দু’টি নৌকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।