ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাকার বিনিময়ে বিনামূল্যের বই, প্রতিবাদে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
টাকার বিনিময়ে বিনামূল্যের বই, প্রতিবাদে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই পেতে অতিরিক্ত টাকা দাবির প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, চলতি বছরের নতুন বই পেতে ভর্তির নাম করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ভাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলে শ্রেণি ভেদে ১৬৯০ টাকা থেকে ৩৫শ’ টাকা পর্যন্ত জোর পূর্বক আদায় করছেন।

টাকা না দিলে নতুন বছরে ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া হচ্ছে না।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারা খামখেয়ালিভাবে বিদ্যালয় পরিচালনা করছে। কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই হওয়ায় তারা ইচ্ছে মাফিক সব কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বিদ্যালয়ের সব ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের জিম্মি করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অভিভাবক মো, মাহফুজ, মো. মাসুদ সিকদার, মো. বাবুল খাঁন, মো. রাশেদ প্রমুখ।

এ বিষয়ে জানতে পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।