ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জমি বরাদ্দ পেল বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
জমি বরাদ্দ পেল বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

বরিশাল: জেলা প্রশাসন পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের জন্য এক হাজার এক টাকা প্রতিকী মূল্যে ৪৮ শতাংশ জমি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের জন্য জমি বরাদ্দ দিয়েছেন। যা বরিশালবাসী ও সংশ্লিষ্টদের জন্য খুবই আনন্দের বিষয়।

বরিশাল নগরের বান্দরোডস্থ পাবলিক লাইব্রেরির পাশে এ আদর্শ স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত হবে। এরমধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরো গতিশীল হতে যাচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে বরিশাল জেলা স্কুলের কলেজ ভবনের নিচতলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নামের এ শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৭ সাল পর্যন্ত স্কুলটি পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চললেও এ বছর থেকে সপ্তম ও অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।  

এছাড়া, আগামী ১ জুলাই থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।