ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দেয়ালচাপায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ফতুল্লায় দেয়ালচাপায় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেয়ালচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- স্থানীয় মহিউদ্দিন ডাইংয়ের মালিক সফিক আহম্মেদের ছোট ভাই নজরুল ইসলাম (৫০) ও কাশিপুর এলাকার মাদবর বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মতিউর রহমান মতি (৪৮)।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, ভোলাইল এলাকায় সফিক আহম্মেদ জায়গাসহ একটি পুরাতন ভবন ক্রয় করেন। ওই পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন নজরুল ইসলাম ও মতিউর রহমান মতি।  

এসময় অসাবধনতাবসত দেয়াল ধ্বসে চাপায় পড়েন তারা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।