ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্লগার হত্যার পরিকল্পনাকারী এবিটি'র সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ব্লগার হত্যার পরিকল্পনাকারী এবিটি'র সদস্য আটক

ঢাকা: রাজধানীর গাবতলী এলাকা থেকে শাহাদাত হোসেন ওরফে টুলটু ওরফে অপু নামে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সুমন কান্তি চৌধুরী জানান, আটক শাহাদাতের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

তিনি ২০১৫ সালে এবিটি'তে যোগদান করেন। শাহাদাত ভারত থেকে ছোট ছোট অস্ত্র সংগ্রহ করতেন।

তিনি মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে নতুন করে ব্লগার হত্যার পরিকল্পনা করছিলো বলেও জানান এসি সুমন কান্তি চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি, ০৪, ২০১৭
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।