ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর পরিচয়পত্র বানানোর দায়ে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
সেনাবাহিনীর পরিচয়পত্র বানানোর দায়ে আটক ২ সেনাবাহিনীর পরিচয়পত্র বানানোর দায়ে আটক ২

কক্সবাজার: রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বাজারের হাফসা স্টুডিও থেকে জাল জন্মসনদ ও সেনাবাহিনীর ভূয়া পরিচয়পত্র বানানোর সময় কম্পিউটারসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে মো. ছালামত উল্লাহ (২৫) এবং মো. শহিদুল্লাহ নামে দু’জনকে আটক করা হয়।

তারা রাজারকুল দক্ষিণ নয়াপাড়ার মো. নুরুল আলমের ছেলে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ৭ এর স্কোয়াড কমান্ডার এএসপি সৈয়দ মোহসিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
টিটি/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।