ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা: বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্ত আসামি তোরাব আলী আকন্দের (৮০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে ডিউটিরত কারারক্ষী মো. হানিফ জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় গত ৩ জানুয়ারি তোরাব আলী অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢামেকের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

শুক্রবার ভোরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তোরাবের ভাতিজা শহীদুল আলম জানান, ১৯৯০ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি অবসরপ্রাপ্ত সুবেদার ছিলেন। তোরাব হাজারীবাগ এলাকায় থাকতেন। হাই কোর্টে রিট করার পর গত ২৭ নভেম্বর আপিলের রায়ে হাই কোর্ট থেকে খালাস পান তিনি।  তবে কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় তার মুক্তি মেলেনি।  

কারারক্ষী মো. হানিফ জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৪ জন নিহত হন। ওই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে তোরাব আলীকে ৩০২ ধারায় সাজা দেন জজ আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।