ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
মাধবপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক আটক বিক্রেতা

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ হায়াত আলী (২৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (০৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেলঘর বাসস্টেন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (৬ জানুয়ারি) তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

হায়াত আলী মাধবপুর উপজেলার শিদরপুর গ্রামের শওকত আলীর ছেলে।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হায়াত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার দুপুরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।