ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাই থেকে ২ জনের মরদেহ উদ্ধার

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ধামরাই থেকে ২ জনের মরদেহ উদ্ধার

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার পরিত্যাক্ত একটি পানি ফ্যাক্টরি থেকে দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বালাম মোল্লা (৫৫) নামে অপর এক নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন-মানিকগঞ্জ জেলার রাজা মিয়া (৫০) ও বগুড়ার শহিদ মিয়া (৩৮)।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু শরীফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ওই পানির কারখানায় গিয়ে ক্ষত-বিক্ষত দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।