ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহফুজুর রহমান এটম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাজেদুল ইসলাম বাবু (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শনিবার (০৬ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার এশিয়ান হাইওয়ের বোদা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। এটম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারার আব্দুর রশিদের ছেলে।

জানা গেছে, দুপুরে এটম ও বাবু মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে বোদা যাচ্ছিলেন। এ সময় এশিয়ান হাইওয়ের বোদা বাইপাসে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এটমের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবুকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।