ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ট্রাক্টর উল্টে হেলপার নিহত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
বদরগঞ্জে ট্রাক্টর উল্টে হেলপার নিহত

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাটিবোঝাই ট্রাক্টর উল্টে মাহাবুবুর রহমান (২৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টাবিল এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে হেলপার মাহাবুবুর একটি ইটভাটার মাটিবোঝাই ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাহাবুব উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের কুঠিরপাড়ার জামসেদ আলীর ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।