ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে সমর্থন পেতে ঢাকায় ফরাসি দূত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে সমর্থন পেতে ঢাকায় ফরাসি দূত ফ্রান্স সরকারের বিশেষ দূত প্যাসকেল ল্যামি

ঢাকা: আগামী ২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক হতে বাংলাদেশের সমর্থন অর্জনে ঢাকায় এসেছেন ফ্রান্সের বিশেষ দূত প্যাসকেল ল্যামি।

দুই দিনের সফরে শনিবার (৬ জানুয়ারি) ঢাকায় পৌঁছান বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাবেক এ মহাপরিচালক। ঢাকায় নিযুক্ত ফ্রান্স দূতাবাসের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফ্রান্স সরকারের পরামর্শক ল্যামি আনুষ্ঠানিকভাবে সমর্থন আদায়ে ঢাকা সফর করছেন। এ লক্ষ্যে তিনি রোববার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন।  

ইন্টারন্যাশনাল এক্সিবিশন ব্যুরোর ১৭০টি সদস্য রাষ্ট্র ভোটের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক নির্ধারণ করে থাকে। বাংলাদেশও ওই ব্যুরোর সদস্য। ২০২৫ সালের নির্ধারিত ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক নির্ধারণে আগামী নভেম্বরে এক্সিবিশন ব্যুরোর ১৬৪তম অধিবেশনে ভোট হওয়ার কথা রয়েছে।

১৮৮৯ সালে প্যারিসে আয়োজিত ওয়ার্ল্ড এক্সপোর স্মারক হিসেবে আইফেল টাওয়ার প্রতিষ্ঠা করা হয়। ২০ বছরের জন্য টাওয়ারটি প্রতিষ্ঠা করা হলেও ফ্রান্সের প্রতীক হিসেবে আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম উঁচু স্থাপনাটি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।