ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি গড়ালো ৭ম দিনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি গড়ালো ৭ম দিনে আন্দোলনরত শিক্ষকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

রোববার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

অবস্থান কর্মসূচি থেকে আয়োজক সংগঠনের দফতর সম্পাদক মো. ইনতাজ বিন হাকিম বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ন্যায অধিকার নিশ্চিত করতে আজীবন সংগ্রাম করে গেছেন।

অথচ তারই কন্যার পরিচালিত দেশে আমরা ৩২ বছর ধরে বিনা বেতনে চাকরি করে যাচ্ছি। বেতন ভাতা না পেয়ে ইবতেদায়ি শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছি। '

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার একশ ৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে এক ইতিহাস তৈরি করেছেন। আশা করি তিনি তেমনিভাবে আমাদের ন্যায দাবি মেনে নিয়ে আরও একটি ইতিহাস সৃষ্টি করবেন। '

সংগঠনের মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, মাস শেষ হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২-৩০ হাজার টাকা বেতন পান। কিন্তু আমরা মাস শেষে কোনো বেতন পাই না তবুও তাদের মতো শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যায়। আমাদের এই মানবেতর জীবন যাপনের দৃশ্য কেউ জানেন না।

তিনি বলেন, সরকারের কাছে আমাদের দাবি 'বেতন-ভাতার ব্যবস্থা করে দিন'। না হলে আমরা শুধুমাত্র অবস্থান কর্মসূচি পালন করবো না আরও কঠোর কর্মসূচির দিকে এগোব।

এ সময় অবস্থান কর্মসূচি থেকে বলা হয় দ্রুত তাদের দাবি না মানা হলে তারা দ্রুত আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করবেন।

অবস্থান কর্মসূচিতে এ সময় এক হাজারের মতো মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন।

এরআগে পহেলা জানুয়ারি থেকে জাতীয়করণের দাবিতে মাদ্রাসা শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।