ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুই দোকানে আগুন লেগে ক্ষতি ১৫ লাখ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
গাজীপুরে দুই দোকানে আগুন লেগে ক্ষতি ১৫ লাখ টাকা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান দুটির মালপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে আগুন লাগে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়কের পাশে আবু বক্কর সিদ্দীকের আদিয়াত সাইকেল ট্রেডার্স এবং পাশে অন্যজনের মালিকানাধীন এম বি এ ট্রেডার্স নামক একটি টাইলসের দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

 

তিনি জানান, আগুনে দোকান দুটির মালপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮ 
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।