ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় আবুল হাসেম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী শাওন বাংলানিউজকে বলেন, ‘শাহবাগ মোড় জাদুঘর রোডে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় আহত হয় হাসেম।

গুরুতর আহত অবস্থায় হাসেমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৩টার দিকে হাসেমের মৃত্যু হয়।

এদিকে, সংবাদ পেয়ে ঢামেকে ছুটে আসেন বাংলামটর শাখার জনতা ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলাম, তিনি বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তি বাংলামটর শাখা নিরাপত্তার কর্মী হিসেবে চাকরি করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।