ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
বগুড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী জুয়েল (২০) নিহত হয়েছেন।

নিহত জুয়েল উপজেলার মাঝিড়া বন্দরের মেসার্স জুয়েল রেশন স্টোরের স্বত্ত্বাধিকারী ডোমনপুকুর নতুনপাড়ার হেলাল উদ্দিনের ছেলে।

 

রোববার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল মোটরসাইকেল নিয়ে মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় ঢাকাগামী শাহ্ ফতেহ আলী নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৫৬৫) তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জুয়েলের মৃত্যু হয়।

 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ঘাতকবাসটি আটক করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় বাসের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি।

 

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮

এমবিএইচ/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।