ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী লালন স্মরণোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
পাবনায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী লালন স্মরণোৎসব লালন স্মরণোৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

পাবনা: ‘সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে’ পাবনায় লালন স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার (৮ জানুয়ারি) থেকে  শুরু হচ্ছে দু’দিনব্যাপী লালন স্মরণোৎসব।

এ উপলক্ষে রোববার (৭ জানুয়ারি) বিকেলে লালন স্মৃতি পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-লালন স্মরণোৎসব এর আহবায়ক জাকির হোসেন ও লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ম বারের মতো এ উৎসবের উদ্বোধনী দিনে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গণের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী শফি মণ্ডল।

উৎসবের উদ্বোধন করবেন, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন-পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভাপতিত্ব করবেন উৎসব কমিটির আহবায়ক জাকির হোসেন। ৯ জানুয়ারি (মঙ্গলবার) সঙ্গীত পরিবেশন করবেন লালন কন্যা হিসেবে সুপরিচিত ফরিদা পারভীন।

এদিন প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রিয়াজুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনোয়ার হোসেন জহেদী ও রুহুল আমিন রানা বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।