ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
শার্শায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে সহযোগিতায় পুলিশ কর্মকর্তা

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় সরকারি আবাসন প্রকল্পে আগুনে ক্ষতিগ্রস্ত  ২০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন পুলিশের এক কর্মকর্তা।

রোববার (০৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব ব্যক্তিগত উদ্যোগে এ সহযোগিতার হাত বাড়ান।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১টি করে লেপ ও শিশুদের মধ্যে ১০০ সোয়েটার বিতরণ করেন।

এলাকাবাসী জানায়, বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের সরকারি আবাসন প্রকল্পে রান্নার সময় চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ২০টি ঘর পুড়ে ভস্মিভুত হয়। এতে ২০টি পরিবার তাদের সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এ পর্যন্ত সেখানে স্থানীয় ভাবে কিছু সহযোগিতা করা হলেও তা ক্ষতির তুলনায় সামান্য।  

দিন আনা দিন খাওয়া এসব অসহায় পরিবারের এমন সময়ে পুলিশের এই কর্মকর্তার এমন সহযোগিতার প্রশংসা করেন এলাকাবাসী।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এজেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।